Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

০১

বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধকরণ

আলোচনা ও সমাবেশের মাধ্যমে (গ্রাম পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে)।

বছরব্যাপী।

০২

ট্রেড ভিত্তিক কারিগরী প্রশিক্ষণ প্রদান

ক) প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় হতে ভর্তি বিজ্ঞপ্তি প্রদানের প্রেক্ষিতে উপজেলা কার্যালয় কর্তৃক দরখাস্ত গ্রহণ ও বাছাই পূর্বক প্রশিক্ষণ  কেন্দ্রে প্রেরণ।

খ) স্থানীয় ভাবে আগ্রহী যুব/যুব মহিলাদের নিকট থেকে দরখাস্ত  গ্রহণের মাধ্যমে, ভ্রাম্যমান প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে(গ্রাম পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে)।

১৮০ দিন

০৩

ঋণ সহযোগীতা প্রদান

প্রশিক্ষণ প্রাপ্ত যুব/যুব মহিলাবৃন্দকে আত্মকর্মী করার লক্ষ্যে আবেদন সাপেক্ষে যাচাই বাছাই শেষে প্রকল্প সন্তোষজনক শর্তে।

৩০ দিন

০৪

যুব সংগঠনকে অনুদান প্রদান

প্রধান কার্যালয় হতে বিজ্ঞপ্তি প্রদানের প্রেক্ষিতে স্থানীয় সফল যুব সংগঠন নির্ধারিত ফরমে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে বাছাই ও সুপারিশ। জেলা কার্যালয়ে প্রেরণ।

৯০ দিন

০৫

যুব সংগঠন কে তালিকাভূক্ত করণ

তালিকাভূক্ত হওয়ার জন্য কোন সংগঠন  আবেদন করলে সংগঠনটি পরিদর্শন করে সন্তোষজনক হলে তালিকাভূক্তির সুপারিশ করা।

৩০ দিন

০৬

নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় সদস্যদের প্রশিক্ষণ প্রদান

সংগঠনের সদস্যদের নিকট হতে আবেদন পত্র গ্রহণ করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রেরণ। অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

৩০ দিন

০৭

কর্ম ও আত্নকর্মসংস্থান জোরদার করন প্রকল্পের

গ্রাম ভিত্তিক ৪৫ জন সদস্যদের মাধ্যমে প্রশিÿন প্রদান।

৩০দিন

 আওতায় সদস্য এর প্রশিÿন প্রদান ও ঋন সহযোগীতা প্রদান।

প্রশিÿন প্রাপ্ত যুব মহিলা বৃন্দকে আত্নকর্মসংস্থান করার লÿÿ আবেদন যাচাই বাছাই শেষে প্রকল্প।

৩০দিন

০৮

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

০৭,১৫ দিন।

গাভীপালন,হাঁস-মুরগীপালন,ছাগলপালন,নার্সারী,শাকসবজি,গরুমোটাতাজা করণ,সেলাই,ব্লকবাটিক,